আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের উত্তেজনা শেষ হয়ে গেছে আগেই। কেননা, এখানে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। আর রানার্স আপ বাংলাদেশ। তারপরও নিয়ম রক্ষার ম্যাচে বুধবার নেমেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠে নামেন মাশরাফিরা।ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাশরাফি। শুরুটা নিউজিল্যান্ড দুর্দান্ত করলেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগারররা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানেই আটকে যায় কিউইরা।
নিউজিল্যান্ডের হয়ে টম ল্যাথাম সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া নেইল ব্রম ৬৩ এবং রস টেলর করেন ৬০ রান। এছাড়া কোরি অ্যান্ডারসন ২৪ রানের ইনিংস খেললেও লুক রনকি (২), মিচেল স্যান্টনার (০) ও জেমস নিশাম (৬) ব্যর্থ হয়েই ফেরেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাসির হোসেন, সাকিব আল হাসান ও মাশরাফি। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ১-১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭০/৮ (ল্যাথাম ৮৪, রনকি ২, ব্রুম ৬৩, টেইলর ৬০*, অ্যান্ডারসন ২৪, নিশাম ৬, স্যান্টনার ০, মানরো ১, হেনরি ৫, প্যাটেল ৭*; মাশরাফি ২/৫২, মুস্তাফিজ ১/৪৬, রুবেল ১/৫৬, নাসির ২/৪৭, সাকিব ২/৪১, মোসাদ্দেক ০/১৪)
Discussion about this post