অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সৌম্য সরকার। সেই মাইলফলক আগামী তিন ম্যাচের মধ্যে পাড়ি দিতে পারলে গড়া হয়ে যাবে দারুণ এক রেকর্ড। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম হাজার রান করার রেকর্ডের মালিক হবেন এই ওপেনার।
ওয়ানডেতে মাত্র ৭৫ রান করতে পারলেই এক হাজার রানের মাইলফলক পূর্ণ হবে সৌম্যর। আগামী তিন ম্যাচের আগে সেটা হলে বাংলাদেশের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক হাজার রানের রেকর্ড হবে তার।
শাহরিয়ার নাফীস নিজের ২৯তম ওয়ানডে ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এক হাজার রান পূর্ণ করেন তিনি। গত এগারো বছর এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ইমরুল কায়েস ও নাসির হোসেন এক হাজার রান পূর্ণ করেন ৩৪ ম্যাচে ।
২৬ ওয়ানডেতে ৪২.০৪ ব্যাটিং গড়ে ৯৭৫ রান করেন সৌম্য সরকার। অর্থাৎ আগামী দুই ম্যাচে ৭৫ রান করলেই নাফীসকে টপকে যাবেন এই স্টা্ইলিশ ক্রিকেটার। বলা দরকার, নিউজিল্যান্ডের জেসি রাইডার, ইংল্যান্ডের অ্যালেস্টার কুক ও ভারতের মহেন্দ্র সিং ধোনিও এক হাজার রান করতে খেলেন ২৯ ম্যাচ।
Discussion about this post