এইতো দিন কয়েক আগেই ঢাকার ঘরোয়া ক্রিকেটে ছন্দ ফিরে পেয়েছেন তিনি। এবার মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও আলো ছড়ালেন মোহাম্মদ আশরাফুল। দেশটির জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক প্রীতি টি-টুয়েন্টি ম্যাচে আফ্রিদি-মিসবাহদের সঙ্গে নামলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।
শুক্রবারের সেই প্রীতি ম্যাচে ইরফান পাঠানের দল ফ্যালকন্সকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে মিসবাহ উল হকের নেতৃত্বাধীন ঈগলস।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৪৪ রান তুলে ঈগলস। অধিনায়ক মিসবাহ হাঁকান দুর্দান্ত এক শতরান। ৩৮ বলের ঝড়ো ইনিংসে ১০ ছক্কায় ১২১ রান করেন তিনি। সঙ্গে আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদি ৪৯ বল খেলে করেন ৭৯ রান।
জবাব দিতে নেমে ইরফান পাঠানের দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। ব্যাট হাতে ঝড় তুলেন আশরাফুল। ৩৬ বল খেলে ৪৪ রান করেন তিনি। ৩৩ বলে স্যামুয়েলসের ৬৯ রান করলেও দলকে জেতাতে পারেননি!
Discussion about this post