এমন একটা জয়ের প্রতীক্ষাতেই ছিল বাংলাদেশ। ঠিক সেই দুর্দান্ত দাপট। ব্যাটে-বলে ছন্দ। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ৮ উইকেটের অনায়াস জয়। প্রতিপক্ষকে ১৮১ রানে অলআউটের পর ১৩৭ বল বাকি রেখে ৮ উইকেটের জয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাসটা তো আকাশ ছুঁবেই!
এমন জয়ে দারুণ খুশি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক শুক্রবারের জয়ের পর বলছিলেন, ‘আমি অবশ্যই খুব খুশি। জিতলে সবসময়ই ভালো লাগে। এই ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে, সেটিই আমাদের কাছে বেশি তৃপ্তিদায়ক।’
বল হাতে সেই মুস্তাফিজুর রহমান যেন ফিরে পান সেই আগের ম্যাজিক। মাত্র ২৩ রানে ৪ উইকেট শিকার করে গুড়িয়ে দেন আইরিশদের ব্যাটিং নাইনআপ। মাশরাফিও দারুণ সঙ্গ দিয়েছেন তাকে।
তাইতো আত্মবিশ্বাসে বলিয়ান অধিনায়ক বললেন,’ব্যাটিং-বোলিং দুটোই ভালো হয়েছে। আমরা শুরুতে উইকেট নিতে পেরেছি, যা গুরুত্বপূর্ণ ছিল। আগের ম্যাচে আমরা এটা পারিনি। ব্যাটিংয়ে ওপেনাররা আবারও ভাল করেছে। ভালো দিক হলো, ছেড়ে না দিয়ে খেলাটা শেষ করে এসেছে। সৌম্য দুর্দান্ত ব্যাট করেছে। তামিমও ভালো খেলেছে।’
এ জয়ের পর সামনে ফের কিউই মিশন। বুধবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে টাইগাররা লড়বে নিউজিল্যান্ডের সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৪৬.৩ ওভারে ১৮১/১০ (জয়েস ৪৬, স্টার্লিং ০, পোর্টারফিল্ড ২২, বালবার্নি ১২, নায়াল ও’ব্রায়েন ৩০, কেভিন ও’ব্রায়েন ১০, উইলসন ৬, ডকরেল ২৫, ম্যাককার্থি ১২, মারটাঘ ৫*, চেইস ০; রুবেল ০/৪১, মুস্তাফিজ ৪/২৩, মাশরাফি ২/১৮, মোসাদ্দেক ১/২১, সাকিব ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৩, সানজামুল ২/২২)।
বাংলাদেশ: ২৭.১ ওভারে ১৮২/২ (তামিম ৪৭, সৌম্য ৮৭*, সাব্বির ৩৫, মুশফিক ৩*; চেইস ০/৫৫, মারটাগ ০/২৬, ম্যাককার্থি ১/৪২, স্টার্লিং ০/১৪, কেভিন ১/২২)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান
Discussion about this post