ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রত্যাবর্তনটা তেমন সুখকর হয়নি মোহাম্মদ আশরাফুলের। খেলা হয়নি বড় ইনিংস। ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা পেছনে ফেলে ফের জাতীয় দলে খেলার যে স্বপ্ন দেখছিলেন, তা অধরা থেকেই যাচ্ছে তার। কেননা, প্রত্যাশিত নৈপুন্যের অনেক দুরে আছেন অ্যাশ।
এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলছেন তিনি। শেষ মুহুর্তে দল পেলেও ব্যাট হাতে ফ্লপ সাবেক এই অধিনায়ক। জাতীয় লিগও এভাবে ব্যর্থ ছিলেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ৬ ইনিংসে ২০.৫০ গড়ে ১২৩ রান করেছিলেন আশরাফুল।
ঢাকা লিগে সেই ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু হল না। একটা ঞাফসেঞ্চুরিও ব্যাটে ধরা দিল না। তাইতো আশরাফুল অষ্টম রাউন্ডে স্বেচ্ছায় মাঠে নামেননি অ্যাশ।
গত মঙ্গলবার বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না কলাবাগানের নেতৃত্ব দেয়া এই তারকা ক্রিকেটার। ৭ ম্যাচে ৮৮ রান করা এই ব্যাটসম্যান আপাতত মাঠের বাইরে নিয়ে গেছেন নিজেকে। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন তুষার ইমরান।
Discussion about this post