এখনো অনিশ্চয়তার জাল বিছিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। যদিও শেনা যাচ্ছিল আগষ্টে বাংলাদেশ সফরে আসবে তাদের ক্রিকেট দল । কিন্তু ২০১৫ সালে স্থগিত হওয়া সেই টেস্ট সিরিজ খেলার আগে আরো একবার নিরাপত্তা ব্যবস্থা বুঝে নিতে চাইছেন দেশটির ক্রিকেট কর্তারা।
এই মাসের মাঝামাঝিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পর্যবেক্ষক দল আসবে বাংলাদেশে। এটা অনেকটাই ‘রুটিন সিডিউল।’ এনিয়ে কাউকে উদিগ্ন না হতে বলেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি যেমনটা বলেন, ‘দেখুন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের মতো দল যখন কোন দেশ সফর করার আগে এভাবেই নিরাপত্তা ব্যবস্থাটা দেখে নেয়। তার ধারাবাহিকতায় সিএ-এর একটি প্রতিনিধি দল এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ আসবে। তারা নিরাপত্তাসংক্রান্ত বিষয় ও সুযোগ-সুবিধা দেখবেন।’
বিসিবির প্রস্তাবিত সূচিতে দেখা গেছে- ঈদুল আজহার আগে প্রথম টেস্ট ও পরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। চূড়ান্ত সূচি অবশ্য এখনো ঠিক করেনি বিসিবি।
Discussion about this post