স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা ধরে রাখার মিশনে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শুরুটা দুর্দান্ত করল লেভান্তেকে ৭-০ গোলে হারিয়ে। এমনিতে ইনজুরির কারণে মেসির খেলা নিয়ে ছিল সংশয়। শঙ্কা ছিল ফ্যাব্রেগাসকে নিয়েও। কিন্তু ফিটনেস টেস্টে দু’জনই গেলেন উতরে। ম্যাচের আগেই কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, দু’জনই স্বাভাবিকভাবে অনুশীলন করেছে, তাই তাদের খেলতে কোনো সমস্যা নেই। মেসি-ফ্যাব্রেগাস খেললেন। আর বার্সার নতুন আর্জেন্টাইন কোচ হয়তো কল্পনাও করেননি তার অভিষেকটা এ রকম স্মরণীয় হয়ে থাকবে।
রোববার নিজেদের মাঠে ৩ মিনিটে গোলের শুরুটা করেছিলেন অ্যালেক্সিস সানচেজ। এরপর গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা মেসি পেলেন গোলের দেখা ১২ মিনিটে। আর ৪২ মিনিটে পেনাল্টি থেকে করলেন দ্বিতীয় গোল। ২৩, ২৬ ও ৪৫ মিনেট আলভেস, পেদ্রো এবং জাভির গোলে প্রথমার্ধেই ৬-০ তে এগিয়ে কাতালানরা। দ্বিতীয়ার্ধেও চাপিয়ে খেলল বার্সা। কিন্তু ৭৩ মিনিটে পেদ্রোর গোলটি ছাড়া আর কোনো লক্ষ্যভেদই করতে পারল না। এ ম্যাচে সবাই আশায় ছিলেন মেসি-নেইমারের জুটি দেখার জন্য। দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নামলেও এর কিছুক্ষণ পর মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেন মার্টিনো।
Discussion about this post