তিনি চুক্তি থেকে বাদ পড়বেন এমনটা অনুমেয় ছিল। শেষ পর্যন্ত শঙ্কারই জয় হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন নাসির হোসেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের দলে অবশ্য আছেন তিনি। কিন্তু এরমধ্যেই জানা গেল চুক্তি থেকে বাদ এই অলরাউন্ডার।
দুঃসংবাদ আছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। টেস্ট দলে নেই তিনি। এবার তার জন্য আরেকটি ধাক্কা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষ গ্রেড থেকে এক ধাপ নেমে গেছেন এই অলরাউন্ডার।
গত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ও গ্রেডিং জানাল বিসিবি। গতবারের ‘এ প্লাস’ গ্রেডে থাকা রিয়াদ এবার আছেন ‘এ’ গ্রেডে।
ক্রিকেটারদের পারফরম্যান্স, ম্যাচ খেলার অভিজ্ঞতা, দলে অপরিহার্যতা বিবেচনা করে এই গ্রেডিং করেছে নির্বাচক কমিটি।আগের বছর চুক্তিতে ১৫ জন ক্রিকেটার ছিল। এবার বেড়ে হল ১৬। নাসিরের পাশাপাশি চুক্তি থেকে বাদ পড়লেন আল আমিন হোসেন ও আরাফাত সানি।
চারজন নতুন মুখ আছে চুক্তিতে। তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন আছেন ‘সি’ গ্রেডে। ‘ডি’ গ্রেডের নতুন মুখ কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজ।
শীর্ষ গ্রেডে অভিজ্ঞ তামিম ইকবালের সঙ্গে আছেন তিন অধিনায়ক মুশফিকুর রহীম, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।এ বছরের জানুয়ারি মাস থেকে ক্রিকেটারদের নতুন এই চুক্তির অঙ্ক ও তালিকা কার্যকর ধরা হবে।
ক্রিকেটারদের নতুন গ্রেড ও বেতন-
এ প্লাস (৪ লাখ টাকা): মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল।
এ (৩ লাখ টাকা): মাহমুদউল্লাহ রিয়াদ
বি (২ লাখ টাকা): ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার
সি (দেড় লাখ টাকা): রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন
ডি (১ লাখ টাকা): তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ
# তিন সংস্করণের তিন অধিনায়ক মুশফিক, মাশরাফি ও সাকিব দায়িত্ব ভাতা পাবেন মাসে আরও ২০ হাজার; টেস্ট-সহ অধিনায়ক তামিম ১০ হাজার।
Discussion about this post