আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা শেষে মিলল সুখবর। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার নতুন আর্থিক মডেল পাস করেছে আইসিসি। এই মডেলে আগামী ৮ বছরে আইসিসি থেকে ১০০০ কোটি টাকার বেশি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুবাইয়ে ৫ দিনের আলোচনা শেষে ভোটাভুটির পর পাস হয় নতুন আর্থিক মডেল। ২০১৬-২০২৩ এই ৮ বছরের জন্য আর্থিক মডেল তৈরী করা হয়। ১৪ ভোটের মধ্যে ১৩ ভোট পেয়ে অনুমোদন পেয়েছে এ আর্থিক মডেল। একমাত্র ভারত এই মডেলের বিরুদ্ধে ছিল।
তবে নতুন এ মডেলে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে সবচেয়ে বেশি অর্থ পাবে পরাক্রমশালী দেশ ভারত। ৮ বছরে তারা পাবে ২৯৩ মিলিয়ন ইউএস ডলার। এর আগে তিন মোড়লের পরিকল্পনায় ৫৭০ মিলিয়ন ইউএস ডলার পাবার কথা ছিল তাদের। বিগ থ্রি ফর্মলা বাদ দেয়ায় অর্থের পরিমাণ ভারতের চাহিদার প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এ অবস্থায় ইংল্যান্ড এখন পাবে ১৪৩ মিলিয়ন ইউএস ডলার। সবচেয়ে কম পাবে জিম্বাবুয়ে ৯৪ মিলিয়ন ইউএস ডলার।
১৩২ মিলিয়ন ইউএস ডলার পাবে বাংলাদেশ। বাংলাদেশী মুদ্রায় যার অঙ্ক প্রায় এক হাজার কোটি টাকা। টেস্ট খেলুড়ে বাকি ৬ দেশ- অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজও ৮ বছরে ১৩২ মিলিয়ন ইউএস ডলার পাবে।
Discussion about this post