এবার অফিসিয়ালি নিশ্চয়তা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী আগষ্ট মাসেই দলটি আসবে বাংলাদেশে। সেই ২০১১ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে অজি ক্রিকেট দল। শুক্রবার দুবাইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির বৈঠকের পর এমন নিশ্চয়তা মিলেছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি আমাকে বলেছেন, দুই টেস্ট সিরিজ খেলতে তারা আগস্টেই দল পাঠাবে। তিনি নিজেও তখন সস্ত্রীক বাংলাদেশে বেড়াতে আসবেন।’
২০১১ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তখন টেস্ট না খেলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল তারা। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিবিকে জানিয়েছিল কোনো সুবিধামত সময়ে টেস্ট সিরিজ খেলতে আবারও আসবে তারা। পরে দুই দেশের বোর্ডের সাম্মতিতে এই সফরটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু সে সময়ে নিরাপত্তা শঙ্কায় সফরটি বাতিল করে দেয়। এমনকি ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল পাঠায়নি দেশটির ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রস্তাবিত সূচি অনুযায়ী চট্টগ্রাম ও ফতুল্লায় টেস্ট দুটি হওয়ার কথা ঈদুল আজহার আগে ও পরে।
Discussion about this post