শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে গেল পাকিস্তান। হঠাৎ করেই দেশটির ক্রিকেট বোর্ড জানাল এ বছর নির্ধারিত সফরে বাংলাদেশে আসছে না তাদের ক্রিকেট দল। অথচ কিছুদিন আগেই পিসিবি প্রধান শাহরিয়ার খান নিশ্চয়তা দেন- বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। পিসিবি প্রধানের দাবী- দুই দেশের বোর্ডের সম্মতিতেই নাকি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল এই সফর।
বলা দরকার- দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা ছিল দলটির। জুলাই-অাগস্টে এই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা অনিশ্চিত হয়ে গেল।
পিসিবি প্রধান শাহরিয়ার খান বলেন, ‘দেখুন, কোন বিনিময় ছাড়াই আমরা দুবার বাংলাদেশ সফর করেছি। আমরা মনে করি, টানা তৃতীয়বার বাংলাদেশ সফরে যেতে পারি না। তাই সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী বছর বা অন্য সময়ে আমরা একটা সুযোগ খুঁজবো।
এরআগে ২০০৭-০৮ মৌসুমে সর্বশেষ পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। তারপর ২০১১-১২ ও ২০১৫তে দুবার পাকিস্তান এসেছে বাংলাদেশ সফরে। এর মধ্যে ২০১৫ সালে নিজেদের ঘরোয়া সিরিজ খেলার দাবি করে বাংলাদেশ সফরের সময় ৩ লাখ ২৫ হাজার ডলার নিয়েছিল পাকিস্তান। এবারো তেমন দাবী করে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাত্তা পায়নি তারা।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডও পাকিস্তান সফর যাওয়ার ব্যাপারে সম্মতি দেয়নি।
Discussion about this post