অনেক নাটকীয়তা শেষে আগামী আগষ্ট মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরইমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে কথা বলে খসড়া সফরসূচি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সূচি ঠিক থাকলে আগামী আগষ্টে দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। জানা গেছে ১৮ আগস্ট ঢাকা পা রাখবে অজি দল।
সেই ২০১৫ সালের সেপ্টেম্বরেই দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা শঙ্কা দেখিয়ে সেই সফরে আসেনি তারা।
তবে রাজধানী ঢাকায় এই দ্বৈরথ দেখা যাবে না। চট্টগ্রাম প্রথম টেস্ট খেলতে নামবে দুই দেশ। তারও আগে ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনের অনুশীলন ম্যাচ। যেখানে বিসিবি একাদশের সঙ্গে লড়বে অস্ট্রেলিয়া।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ থেকে ৩১ জুলাই প্রথম টেস্ট। ৪ থেকে ৮ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি ঢাকায় হওয়ার কথা।
তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংস্কার পুরোপুরি শেষ না হওয়ায় ভেন্যু বদলে দ্বিতীয় টেস্ট হতে পারে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
Discussion about this post