অবশেষে ক্রিকেটারদের দাবীর মুখে বেতন বাড়াতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রীতিমতো দ্বিগুন হচ্ছে মাশরাফি-মুশফিকদের বেতন। শনিবার বোর্ডের সভায় এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার বিসিবির সভায় পাশ হল চুক্তিবদন্ধ ক্রিকেটারদের চাহিদা অনুযায়ী নতুন বেতন কাঠামো।
জানা গেল ‘এ’ প্লাস ক্যাটাগরিতে মাসিক বেতন হচ্ছে ৪ লাখ টাকা। যা আগে ছিল আড়াই লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরি- ৩ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি- ২ লাখ টাকা ও ‘ডি’ ক্যাটাগরি- ১ লাখ টাকা বেতন ঠিক করা হয়েছে।
একইসঙ্গে জানা গেল আইসিসি টেস্ট র্যাংকিংয়ের ১ থেকে ৩ নাম্বার দলকে হারাতে পারলে বোনাস দেয়া হবে ৪ হাজার ডলার। ৪-৬ নাম্বার দলকে হারাতে পারলে বোনাস পাবেন ৩ হাজার ডলার।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ১ থেকে ৩ নাম্বার দলকে হারাতে পারলে বোনাস দেয়া হবে আড়াই হাজার ডলার।
৪ থেকে ৬ নাম্বার দলকে হারাতে পারলে ক্রিকেটাররা বোনাস পাবেন দুই হাজার ডলার। র্যাংকিংয়ের শেষ তিন দলকে হারাতে পারলে বোনাস দেয়া হবে এক হাজার ডলার।
টি-য়েন্টিতে যে কোনো দলকে হারাতে পারলে বোনাস দেয়া হবে দেড় হাজার ডলার।
টেস্টের ম্যাচ ফি ২ লাখ থেকে ৩ লাখ টাকা করা হয়েছে। ওয়ানডে ১ থেকে ২ লাখ, টি ৭৫ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।
ম্যাচসেরা ও সিরিজ সেরা ক্রিকেটাররা পাবেন আলাদা বোনাস। তিন ফরম্যাটেরই অধিনায়ক প্রতি মাসে আলাদা করে পাবেন ২০ হাজার এবং সহ-অধিনায়ক ১০ হাজার টাকা। সব মিলিয়ে ক্রিকেটারদের জন্য সুখবরই নিয়ে এসেছে বোর্ড।
ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো যেমন হতে যাচ্ছে-
‘এ’ প্লাস ক্যাটাগরি- ৪ লাখ টাকা (পূর্বে ছিল আড়াই লাখ টাকা)।
‘এ’ ক্যাটাগরি- ৩ লাখ টাকা (পূর্বে ছিল দুই লাখ টাকা)।
‘বি’ ক্যাটাগরি- ২ লাখ টাকা (পূর্বে ছিল দেড় লাখ টাকা)।
‘ডি’ ক্যাটাগরি- ১ লাখ টাকা (পূর্বে ছিল ৭৫ হাজার টাকা)।
Discussion about this post