ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ইউনিস খান। এইতো কিছুদিন আগেই বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই গুডবাই বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতেই নড়েচড়ে বসলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পাকিস্তানি এই কিংবদন্তি ক্রিকেটার জানালেন বোর্ড ও ভক্তরা অনুরোধ করলেই টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।
পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০,০০০ রান থেকে মাত্র ২৩ রান দূরে আছেন ইউনিস। সেই ক্রিকেটারটি এবার জানালেন ‘দেখুন ঠিক সময়েই অবসরের ঘোষণা দিয়েছি। কেউ প্রশ্ন তোলার আগেই বিদায় বলা উচিত।’
যদিও বোর্ড আর ভক্তরা অনুরোধ করলে সেই সিদ্ধান্ত বদলাতে পারে। ইউনিস বলেন, সবাই যদি অনুরোধ করে, তাহলে কেন সিদ্ধান্ত বদলাবো না? দেশের প্রয়োজনটা অবশ্যই মাথায় রাখবো।’
২০০৯ সালে ইংল্যান্ডে টি-টুয়েন্টি বিশ্বকাপ তার নেতৃত্বেই জিতে পাকিস্তান। নেতৃত্ব দিয়েছেন তিন ফরম্যাটেই।
বার্বাডোজ টেস্টের আগে তিনি খেলেছেন ১১৫টি টেস্ট । ৫৩.০৬ গড়ে করেছেন ৯৯৭৭ রান। ৩৪টি সেঞ্চুরির রয়েছে। ওয়ানডে ক্রিকেটে ২৬৫ ম্যাচ খেলে ৩১.২৪ গড়ে করেছেন ৭২৪৯ রান। ২৫টি টি-টুয়েন্টিতে ৪৪২ রান।
এইতো তিনদিন আগেই ইউনিস খান উইজডেনের বর্ষসেরা ৫ ক্রিকেটারের তালিকায় উঠে আসেন। ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট অভিষেক ২০০০ সালে। একই বছর ওয়ানডেতে পথচলা শুরু। এই ফরম্যাট ছাড়েন ২০১৫ সালের নভেম্বরে।
Discussion about this post