উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হল সুইজারল্যান্ডের লিওনে । সেখানেই ইউরোপ সেরার এই ফুটবল লড়াইয়ের শেষ চারের লাইন আপ ঠিক হল। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। মনাকোর প্রতিপক্ষ জুভেন্টাস।
টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়ার হাতছানি ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়ালের সামনে। রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন তারা। এবারো সেই চেনা ফর্মে থেকেই এগিয়ে যাচ্ছেন জিনেদিন জিদানের শিষ্যরা।
সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২ ও ৩ মে। শেষ চারের দ্বিতীয় লেগ হবে ৯ ও ১০ মে। আগামী ৩ জুন কার্ডিফে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
এদিকে ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ সেল্টা ভিগো। আয়াক্স আমস্টারডাম লড়বে লিঁও এর সঙ্গে।
Discussion about this post