ক্রিকেট মাঠে সেই চেনা যুবরাজ সিংয়ের দেখা মিলেছে বেশ কিছুদিন ধরেই। ক্যান্সার যন্ত্রণা পেছনে ফেলে ব্যাট-বলের দুনিয়ায় ব্যস্ত তিনি। বিয়ে করে সংসারটাও বেশ সামলাচ্ছেন ভারতীয় এই অলরাউন্ডার। বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ এরইমধ্যে অভিনয় রেখে মন দিয়েছেন সংসারে।
এরইমধ্যে এবার শেনা যাচ্ছে বাবা-মা হতে যাচ্ছেন যুবরাজ সিং-হ্যাজেল কিচ। ভারতীয় মিডিয়ায় এখন এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। যদিও তারা দু’জন এনিয়ে এখনো কিছুই বলছেন নাি।
‘বডিগার্ড’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করে আলোচিত হওয়া নায়িকা হ্যাজেল জানাচ্ছিলেন, ‘দেখুন এখনই এমন কোনো গুঞ্জন ছড়াবেন না। এটি যখন হওয়ার তখন ঠিকই হবে। ঠিক যেমনভাবে বিয়ে হয়েছে আমাদের।’ তিনিও সরাসরি কিছু না বলে রহস্য রেখে দিলেন!
এইতো গত বছরের ৩০ নভেম্বর শিখ ও হিন্দু রীতি মেনে বিয়ে হয়েছে যুবি-কিচের। তারপর থেকেই সুখে সংসার কেটে যাচ্ছে ক্রিকেটার-অভিনেত্রীর।
Discussion about this post