অবশেষে সব গুঞ্জনের ইতি হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছেন কাটার মাস্টার। সবকিছু ঠিক থাকলে ১১ এপ্রিল আইপিএল খেলতে উড়াল দেবেন এই তারকা পেসার। বোর্ড আটকায়নি তাকে। এর কারণ অবশ্য ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই দ্য ফিজের।
এক্ষেত্রে ১২ এপ্রিল থেকে হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে মাঠে নামতে পারবেন মুস্তাফিজ। তার আগেই অবশ্য ছাড়পত্র নিয়ে সাকিব আল হাসান গেছেন ভারতে। আগের মতোই তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
গতবার প্রথমবারের মতো আইপিএলে খেলেন মুস্তাফিজ। অভিষেকেই বাজিমাত। হায়াদ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পেছনে তার ছিল বড় ভূমিকা। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নেন ১৭ উইকেট। টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন তিনি।
এবার অবশ্য পুরো টুর্নামেন্ট খেলা হবে না। জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। তার আগে ত্রিদেশীয় টুর্নামেন্টে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডে মুখোমুখি হবে দল। সাসেক্সে সেই অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আগে-ভাগেই দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। তার সঙ্গে ফিরবেন সাকিবও।
Discussion about this post