এইতো আগামী মে মাসেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক দেশ ছাড়াও আছে নিউজিল্যান্ড। সেই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। সেখানে নতুন এক দল নিয়ে খেলবে তারা। কারণ একটাই এ সময় আইপিএলে খেলা নিয়ে ব্যস্ত থাকবেন দশজন ক্রিকেটার। তাইতো নেতৃত্বে রাখা হয়েছে টম ল্যাথামকে।
প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে লাথামকে। ২৫ বছর বয়সী ওপেনার নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। দলে একদমই নতুন মুখ পেসার সেথ রান্স ও পেস বোলিং অলরাউন্ডার স্কট কাগেলেইন। ওয়ানডে দলে ৩ বছর পর ফিরলেন ফাস্ট বোলার হামিশ বেনেট।
আইপিএলে নিয়ে ব্যস্ত থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা হলেন- কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিল্ন, মিচেল ম্যাকক্লেনাগন, লকি ফার্গুসন, কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনরি ও কলিন ডি গ্র্যান্ডহোম।
ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড দল-
টম ল্যাথাম (অধিনায়ক), হামিশ বেনেট, নিল ব্রুম, স্কট কাগেলেইন, কলিন মানরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, সেথ রান্স, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেলর, নিল ওয়াগনার, জর্জ ওয়ার্কার।
Discussion about this post