নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য দুঃসংবাদ! টি-টুয়েন্টি সিরিজে লাসিথ মালিঙ্গার মুখোমুখি হতে হচ্ছে টাইগারদের।তবে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের এই সিরিজের শ্রীলঙ্কা দলে নেই অ্যাঞ্জেলো ম্যাথুজ। ফিটনেস সমস্যায় খেলেননি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকলেও এবার ধাক্কা সামলে উঠেছেন মালিঙ্গা।
টি-টুয়েন্টি সিরিজেও লঙ্কানদের নেতৃত্ব দেবেন থারাঙ্গা। থিসারা পেরেরাও আছেন দলে। বাংলাদেশে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কা দলের অলরাউন্ডার শিহান জয়াসুরিয়াকেও রাখা হয়েছে দলে।
তবে ওয়ানডে সিরিজের ম্যান অব দ্য সিরিজ কুসল মেন্ডিস নেই টি-টুয়েন্টিতে। দেখে শুনে তাকে সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা। তাকে বিশ্রামে রাখা হয়েছে।
শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার দুটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার, ভেন্যু, প্রেমাদাসা স্টেডিয়াম।
শ্রীলঙ্কা টি-টুয়েন্টি দল-
উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা (ফিটনেস সাপেক্ষে), লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দা সিরিবর্দনা, আসেলা গুনারত্নে, সিকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান ও শিহান জয়াসুরিয়া।
স্ট্যান্ডবাই: সাদুন বিরাকোডি।
Discussion about this post