কিছুতেই হাল ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট দলকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছে তারা। অবশ্য কিছুদিন আগেই টাইগারদের দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে আমন্ত্রণ জানায় তারা। তখন সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো এবার পিসিবি প্রেসিডেন্ট শাহরিয়ার খান বাংলাদেশের হাই-পারফরমেন্স টিমকে (এইচপি) পাকিস্তানে নিয়ে যেতে চাইছেন।
তিনিই রোববার সংবাদ মাধ্যমকে জানালেন, ‘বাংলাদেশের একটি দল পাকিস্তান সফরে যাবে। আর সেটি হল- হাই পারফরমেন্স দল। আমি নিশ্চিত বাংলাদেশের হাই পারফরমেন্স দল পাকিস্তান সফরে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান সফর করবে। এটাও জানিয়ে রাখি আগামী জুলাই-আগস্টে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাবে।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যদিও এনিয়ে সরাসরি কিছু বলছেন না। তিনি জানান, ‘দেখুন, ওদের আসা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পাকিস্তান জুলাইয়ে পূর্ণাঙ্গ সফর পাকিস্তানের। তারা সব সময়ই চায় যে আমরা যাই। কিন্তু জাতীয় দল পাঠানোর কোনো সুযোগ নেই। এ অবস্থায় বিকল্প কি করা যায় তা নিয়ে ভাবছি আমরা।’
শাহরিয়ার খান অবশ্য আশাবাদী। তার বিশ্বাস সামনেই বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান সফরে যাবে। তার আগে নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলা যায় কি না সেটি নিয়েও কথা হচ্ছে দুই বোর্ডের।নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নামও উঠে এসেছে।
চলতি বছরের মে তে টাইগারদের পাকিস্তান সফরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তাতে সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে পিসিবি চেয়ারম্যান ক্ষতিরপূরণের দাবি করেন। কিন্তু কোনো ক্ষতি পূরণ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি।
Discussion about this post