এ যেন এক সঙ্গে দুই আঘাত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ হারল ৭০ রানে। এই হারের পরই দুঃসংবাদ। মাশরাফি বিন মুর্তজা এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তৃতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে এ্ নিষেধাজ্ঞায় পড়লেন বাংলাদেশ অধিনায়ক।
শনিবার ম্যাচ শেষে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার আগে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই এই খবরটি শোনালেন। বলছিলেন, ‘এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হল আমাকে। পরের ওয়ানডে খেলতে পারছি না।’ এর আগে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের পরই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। খেলতে পারেন নি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ।
শেষ ওয়ানডেতে ইনিংস শেষ করতে টাইগারদের দেরি হয়েছে প্রায় ৩০ মিনিট! এ কারণেই শাস্তি পেতে হল ম্যাশকে। এদিন অবশ্য বল হাতে একটি মাইলফলক পেরিয়ে গেলেন। দেশের পক্ষে ওয়ানডেতে তিনি এখন সর্বোচ্চ উইকেট শিকারী।
৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন এদিন মাশরাফি। এই ম্যাচে নিজের প্রথম উইকেট নিয়ে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠে আসেন টাইগার অধিনায়ক। ওয়ানডেতে এখন সাকিবের শিকার ২২১; মাশরাফির উইকেট ২২৪টি।
Discussion about this post