নাটকীয়তা ছড়িয়ে শেষ পর্যন্ত টাই হয়েছে ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। বৃহস্পতিবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের ৮ উইকেটে ২৩৩ রানের জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ঠিক ২৩৩ রানেই! তার অর্থ জিতেনি কোন দলই। ম্যাচের শেষ ওভারে জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ রান। হাতে দুই উইকেট। সাইফ উদ্দিন ও নাঈম হাসান উইকেটে। প্রথম পাঁচ বলে পাঁচ রান নেওয়ায় শেষ বলে দরকার ২ রান। কিন্তু সাইফ নিতে পারলেন ১ রান। ব্যস, ম্যাচ টাই!
ম্যাচ ‘টাই’ হওয়ায় বাংলাদেশ গ্রুপ সেরা হয়েই উঠল সেমিফাইনালে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন অধিনায়ক মুমিনুল হক। হুসাইন তালাতের বলে আউট হওয়ার আগে দুর্দান্ত ব্যাট করেন তিনি। ৯১ বল খেলে ৮টি চার ও একটি ছক্কায় এই ইনিংসটি সাজান অভিজ্ঞ এই ক্রিকেটার।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রানের ইনিংসটি গড়েন মোহাম্মদ মিঠুন। নাজমুল হাসান শান্ত করেন ৩০ রান। ১৮ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। যদিও একটুর জন্য জয় ধরা দিল না!
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন ওসামা মীর, জাফর ও হুসাইন তালাত। একটি করে উইকেট নেন আসিফ ও মুদাসসার।
এর আগে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৩ রান করে। হারিস সোহেল করেন ৬৩ রান। হুসাইন তালাতের ব্যাটে ৫৭ রান। সাইফউদ্দিন নেন ৩ উইকেট। নাইম হাসান ও নাসুম আহমেদ ২টি করে উইকেট নেন।
Discussion about this post