নিয়ম পাল্টে গেছে আগেই। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কোয়ালিফাই করতে হবে। সময় যতো এগিয়ে এসেছে চলে আলোচনা-কার র্যাঙ্কিং কত, কত রেটিং পয়েন্ট দরকার? সেই তালিকায় আছে বাংলাদেশও। এখন গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচই। যদিও টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ। জানালেন সব ভুলে এখন শুরু খেলা চালিয়ে যাবে তার দল।
কলম্বোতে বৃহস্পতিবার অনুশীলন করল টাইগাররা। শেষ ওয়ানডের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হলেন হাথুরু। জানালেন, দেখুন এই র্যাঙ্কিং ব্যাপারটা সমর্থকদের জন্য, সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচে জেতা। যদি আমরা জয় পাই তবে র্যাঙ্কিং এমনিতেই ভালো হবে। এ কারণেই পরের ম্যাচটা জিততে চাই আমরা।
বাংলাদেশ ৯১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে আছে মাশরাফি বিন মতুর্জার দল। প্রথম ম্যাচে জয়, পরের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এখন রেটিং পয়েন্ট ৯৩। ১ এপ্রিল শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে বাড়বে আরো ২ পয়েন্ট। হারলে ১ পয়েন্ট কমবে।
বলা দরকার, এ বছরের ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দেশ সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে।
Discussion about this post