তারা দু’জনই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। একজন অধিনায়ক আরেকজন সহ-অধিনায়ক। সেই মুমিনুল হক আর নাসির হোসেনের নৈপুন্যেই ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম ম্যাচে অনায়াস জয় পেল বাংলাদেশ। মজার ব্যাপার হল ব্যাটে নয়, বল হাতে দলকে জেতালেন মুমিনুল ও নাসির।
অপেক্ষাকৃত দুর্বল হংকংকে রীতিমতো উড়িয়ে দিল টাইগাররা। সোমবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা।
হংকংকে ১২৫ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ৪ ওভারে ৩ উইকেট নেন দলের অধিনায়ক মুমিনুল। ১০ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাসির। বাঁহাতি স্পিনার রাহাতুল নেন ২ উইকেট।
সেই লক্ষ্য টপকে যেতে লাল-সবুজরা ব্যয় করে মাত্র ১৬.১ ওভার। সাইফ হাসান ৪৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। ২৩ বলে ২৪ রান করেন নাজমুল হোসেন শান্ত।
পরের ম্যাচে মঙ্গলবার নেপালের সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
হংকং: ৩৫.১ ওভারে ১২৫/১০ (কার্টার ১৫, র্যাথ ৭, হায়াত ৩৭, নিজাকাত ২৭, ওয়াকাস ৪, এহসান ১৭; আবুল হাসান ১/২৯, সাইফউদ্দিন ০/১৬, নাসুম ০/২১, রাহাতুল ২/২৬, নাসির ৩/১৮ মুমিনুল ৩/১১)।
বাংলাদেশ: ১৬.১ ওভারে ১২৬/২ (সাইফ ৫৭*, আজমির ১৫, মুমিনুল ২১, শান্ত ২৪*; তানভির ০/১৭, নওয়াজ ০/২৩, এহসান ২/৪৮)।
ফল: বাংলাদেশ ৮ উইকেট জয়ী
Discussion about this post