শুধু সময়ের নয়, বাংলাদেশের ইতিহাসে তিনি যে সর্বকালের সেরাদের একজন সেটা আরো একবার প্রমাণ দিলেন তামিম ইকবাল। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখলেন টাইগার এ বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান। ডাম্বুলায় শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে রানের খাতা খোলার মধ্য দিয়ে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে এই অনন্য রেকর্ড স্পর্শ করেন তামিম।
কলম্বোতে শততম টেস্টেই তামিমের সামনে এই রেকর্ড গড়ার হাতছানি ছিল। পি সারা ওভালে মাত্র এক রানের জন্য সেই মাইলস্টোন ছোঁয়া হয়নি! তবে ডাম্বুলায় সেই রেকর্ড গড়েই ফেললেন। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটেই টাইগারদের সর্বোচ্চ এই রান সংগ্রাহক নিজেকে নিয়ে গেলেন আরো উচ্চতায়।
তামিম তার ৪৯ টেস্টের ক্যারিয়ারে ৯৪ ইনিংসে করেছেন ৩৬৭৭ রান। সর্বোচ্চ ২০৬ রান। সেঞ্চুরি আটটি এবং হাফ সেঞ্চুরি ২২টি। আর এই ম্যাচ আগে ১৬২ ওয়ানডেতে তার রান সংখ্যা ৫১২১। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রান। সেঞ্চুরির সাতটি এবং হাফ সেঞ্চুরি ৩৪টি। ৫৫টি টি-টুয়েন্টিতে করেছেন ১২০২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান। শতরান আছে একটি।
শনিবার ডাম্বুলায় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১০ রানে ফিরে যান ওপেনার সৌম্য সরকার।
Discussion about this post