অনেক দিন হয়ে গেল স্পিন কোচ ছাড়াই আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই রুয়ান কালপাগে চলে যাওয়ার পর থেকেই এই পদটি ফাঁকা। তবে টাইগারদের স্পিন কোচ খুঁজেই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে ভারত সফরের সময় শোনা যায় সাবেক ভারতীয় সুনীল যোশি হতে পারেন স্পিন কোচ। বলা হচ্ছিল শ্রীলঙ্কা সফরেই সাকিব-তাইজুলদের সঙ্গে দেখা যাবে তাকে। কিন্তু তা আপাতত হবে বলে মনে হচ্ছে না!
এখনো যোশিকে আনতে পারেনি বিসিবি। কবে আসবেন স্পিন কোচ তার উত্তর জানা নেই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের। বুধবার মিরপুর শেরেবাংলায় আকরাম জানালেন ‘দেখুন আমরা দু-তিনটা নাম মাথায় রেখেছি।যাকে দিয়ে ভাল হবে তাকেই আমরা নেয়ার চেষ্টা করবো।’
একইসঙ্গে আকরাম আরো জানালেন, ‘আমাদের স্পিন কোচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো। কিন্তু যোশি ছুটি না পাওয়ায় যেতে পারেনি। যতো দুর জানি আগামী মাসে হয়তো ও ফ্রি হবে।’ হয়তো শব্দটা ঠিকই প্রকাশ করলেন আকরাম খান।
শ্রীলঙ্কা সফর শেষে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি। এই দুই সিরিজের মধ্যেই স্পিন কোচ নিয়োগ দিতে চাইছে বিসিবি।
Discussion about this post