দলের সেরা তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই ম্যাচটি খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই হিসেবে প্রস্তুতি ম্যাচে ২ রানে হারলেও ব্যর্থ বলা যাবে না বাংলাদেশ ক্রিকেট দলকে। বেশ লড়াই করার পরও একটুর জন্য জয় ধরা দিল না! শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের ৩৫৪ রানের জবাবে সমান তালে লড়াই করল দল। মাশরাফি বিন মতুর্জা ব্যাট হাতে ঝড় তুললেন। তাতে ৩৫২ রানে শেষ করল টাইগাররা
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বুধবার বিশাল স্কোর তাড়া করতে নেমে রান পেলেন প্রায় সব ব্যাটসম্যানই।একমাত্র ইমরুল কায়েস ব্যর্থ! অধিনায়ক মাশরাফি ও দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ যেভাবে লড়ছিলেন তাতে জয়ের কাছেই ছিল দল। এ দুজনে অষ্টম উইকেট জুটিতে গড়েন ৫৮ বলে ১০১ রানের জুটি। মাশরাফির ব্যাটে ঝড়ো ৩৫ বলে ৫৮ রান। তার ইনিংসটিতে ছিল ৮টি করে চার ও বিশাল ছক্কা!
একবারে শেষ মুহূর্তে আউট হয়ে ম্যাশ ফিরে যান সাজঘরে। মাহমুদউল্লাহ ৭১ রান করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। এছাড়া সাব্বির রহমান ৭২ ও মোসাদ্দেক হোসেন সৌকত ৫৩, সৌম্য সরকার করেন ৪৭ রান। মুশফিকুর রহিম আউট হন ২০ রানে। ৬১ রানে ৩ উইকেট নেন আকিল ধনঞ্জয়া।
শনিবার ডাম্বুলায় হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ: ৫০ ওভারে ৩৫৪/৭ (বিরাক্কোডি ৬৭, কুশল পেরেরা ৬৭, ধনঞ্জয়া ৫২; সানজামুল ১/২৭, আবুল হাসান ১/৩৫, মাশরাফি ১/৬৬, তাসকিন ১/৫১)
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৫২/৮ (ইমরুল ০, সৌম্য ৪৭, সাব্বির ৭২, মুশফিকুর ২০, মোসাদ্দেক ৫৩, মাহমুদউল্লাহ ৭১*, শুভাগত ২, সানজামুল ৫, মাশরাফি ৫৮; চতুরাঙ্গা ২/৫৩, আকিলা ধনঞ্জয়া ৩/৬১, মধুশঙ্কা ১/৩৯)।
ফল: শ্রীলঙ্কা একাদশ ২ রানে জয়ী।
Discussion about this post