ইমার্জিং এশিয়া কাপে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। কেননা, জাতীয় দলের কয়েকজন তারকাও খেলছেন এই টুর্নামেন্টে।
মুমিনুল হককে অধিনায়ক ও নাসির হোসেনকে ডেপুটি করে এই টুর্নামেন্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।
নিয়ম অনুযায়ী টুর্নামেন্টটি অনূর্ধ্ব-২৩ দলের হলেও এশিয়ার টেস্ট খেলুড়ে চারটি দেশ নিজ নিজ দলে জাতীয় দলের চারজন প্লেয়ার খেলাতে পারবে। এই কোটায় আছেন মুমিনুল-নাসির। এছাড়া দলে আছেন মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তও। উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ লড়বে হংকংয়ের সঙ্গে। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মুমিনুলদের।
আরেক গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। এশিয়ার ৮ দেশের অনুর্ধ্ব-২৩ দল নিয়ে এবারই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ এপ্রিল দুপুর ২টায় দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি হবে।
বাংলাদেশ দল-
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মো: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মো: মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।
Discussion about this post