একটা জয়ই যেন সব কিছু পাল্টে দিল! কলম্বোতে নিজেদের শততম টেস্টে ৪ উইকেটের জয় বাংলাদেশকে অনেক অর্জন এনে দিল। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও বেড়েছে রেটিং পয়েন্ট। দারুণ এই জয়ের পর মঙ্গলবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও টাইগারদের অবস্থান বেশ পোক্ত হয়েছে। রেটিং পয়েন্ট বেড়েছে লাল-সবুজদের।
আগের মতোই নয় নম্বরে আছে মুশফিকুর রহীমের দল। এখন তাদের রেটিং বেড়ে দাঁড়াল ৬৬। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ছিল ৬১। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ৩ রেটিং পেছনে আছে টাইগাররা।
সাত নম্বরে থাকা শ্রীলঙ্কা শেষ টেস্ট হারিয়ে পয়েন্ট হারাল। ৯২ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা দলটির এখন রেটিং ৯০ পয়েন্ট।
টেস্টে আগের মতোই এক নম্বরে রয়েছে ভারত। ১২১ রেটিং বিরাট কোহলির দলের। দুইয়ে আছে অস্ট্রেলিয়া (১০৯)। এরপরই আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর পাকিস্তান।
Discussion about this post