২০১৮ সালে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিকরা ছাড়াও থাকবে শক্তিশালী দল ভারত। সেই টুর্নামেন্ট কোন ফরম্যাটে হবে এবং সূচিসহ সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা শুধুই নিজের পরিকল্পনার কথা জানালেন।
যদিও আসছে বছর ভারতে পাঁচ ওয়ানডেসহ টি-টুয়েন্টি ও টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় টুর্নামেন্টটি খেললে সেই সফর তারা বাতিলও করতে পারে। কিংবা পিছিয়ে দিতে পারে সূচি। সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে আছে।
শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের কথা ভাবছে তাদের ক্রিকেট বোর্ড। যার নাম রাখা হবে নিদাহাস ট্রফি। সব মিলিয়ে হবে মোট ৭টি ম্যাচ। দুবার করে প্রত্যেকের মুখোমুখি হবে।২০১৮ সালের ১৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি হতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এনিয়ে কথাও বলেছেন সুমাথিপালা। জানা গেছে সবুজ সঙ্কেত পেয়েছেন তিনি।
Discussion about this post