যতো বিতর্কের হাওয়া ভাসতে থাকুক, বারবারই প্রমাণ হচ্ছে তিনিই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। নিজের সেই যোগ্যতার পরিধিটা আরো একবার দেখিয়ে দিলেন সাকিব আল হাসান। কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টে নিজেকে উজাড় করে দিলেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১ম ইনিংসে শতরান। বল হাতে দুই ইনিংসে ৬ উইকেট। ৪ উইকেটে সেই ঐতিহাসিক জয়ের নায়ক তো তিনিই!
রোববার তিনি গড়লেন দারুণ এক রেকর্ড। টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনারদের তালিকায় সর্বকালের সেরা পাঁচে উঠে গেলেন এই টাইগার বোলার।পেছনে ফেললেন ইংল্যান্ডের টনি লককে।কলম্বো টেস্টে সাকিব ১৭০ উইকেট নিয়ে শুরু করেন। প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন। ২য় ইনিংসে চারটি। সব মিলিয়ে এখন তার টেস্ট উইকেট সংখ্যা ১৭৬টি।
বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে পঞ্চম সেরা ছিলেন লক। ৪৯ টেস্টে ১৭৪ উইকেট। সাকিব সেই ৪৯ টেস্টেই ছাড়িয়ে গেলেন তাকে। তবে পরের জায়গাটি পেতে এমনই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকে। ২৬৬ উইকেট নিয়ে চার নম্বরে ভারতের বিষেণ সিং বেদি। ২৯৭ উইকেট নিয়ে তিন নম্বরে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড রয়েছেন।
৩৬২ উইকেট নিয়ে দুই নম্বরে কিউই তারকা ড্যানিয়েল ভেট্টোরি । আর শীর্ষে আছেন রঙ্গনা হেরাথ। ৩৭২ উইকেট নিয়েছেন তিনি।
টেস্টে সাকিবের ব্যাট থেকে এসেছে ৩ হাজারের বেশি রান। ওয়ানডে ক্রিকেটে ১৬৬ ম্যাচ খেলে করেছেন ৪৬৫০ রান। নিয়েছেন ২২০ উইকেট। সত্যিকার অর্থেই তিনি বিশ্বসেরাদের একজন।
Discussion about this post