শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে ফিরতে নিজেকে তৈরি করছেন মাশরাফি বিন মতুর্জা। হাতের চোট কাটিয়ে টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক এরইমধ্যে তুলে নিয়েছেন বল। ঘাম ঝরানো অনুশীলন করছেন। তবে লঙ্কা দ্বীপে যাওয়ার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভাবছেন ম্যাশ। তার সেই লক্ষ্যটাও এবার পূরণ হয়ে যাচ্ছে।
ইমার্জিং এশিয়া কাপে খেলা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৬ মার্চ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচে মাঠে দেখা যাবে মাশরাফিকে। আঙ্গুলের চোট থেকে ফেরা এই পেসার আবারো মাঠে নামবেন।
জানা গেছে ওয়ানডে দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা ১৮ মার্চ শ্রীলঙ্কার পথে উড়াল দেবেন। তার আগে সোমবার ঘোষণা করা হবে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল।
টেস্ট সিরিজে থাকা মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, কামরুল ইসলাম রাব্বি ফিরে আসবেন দেশে। ইমার্জিং এশিয়া কাপে খেলার কথা রয়েছে মেহেদীর। ২৭ মার্চ চট্টগ্রাম ও কক্সবাজারের দুটি করে ভেন্যুতে শুরু হবে আট জাতির আসরটি।
ম্যাচ ওয়ানডে সিরিজ :-
২৫ মার্চ – প্রথম ওয়ানডে, রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ডে-নাইট)।
২৮ মার্চ – দ্বিতীয় ওয়ানডে, রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ডে-নাইট)।
১ এপ্রিল – তৃতীয় ওয়ানডে ম্যাচ, কলম্বো সিংহালিজ স্পোর্টস ক্লাব।
Discussion about this post