ক্যারিয়ারের দুঃসময় কাটিয়ে আবারো ওয়ানডে ক্রিকেটের ব্যাটিংয়ে শীর্ষ জায়গায় ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স।নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ইনিংসে ২৬২ রান করেছেন তিনি। তারই পথ ধরে উঠেছেন শীর্ষে।অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে টপকে গেছেন প্রোটিয়া অধিনায়ক।
এই তো দু মাস আগে এই দক্ষিণ আফ্রিকানকে পেছনে ফেলেন বিরাট কোহলি। তারপর ওয়ার্নার উঠে আসেন শীর্ষে। তাকেও টপকে গেলেন ভিলিয়ার্স। ২০১০ সালে প্রথমবার শীর্ষে উঠেন তিনি। এরপর দশবার সেরার আসনে থেকেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেই ২০০৯ সাল থেকে কখনো শীর্ষ পাঁচের বাইরে চলে যাননি তিনি।
ডি ভিলিয়ার্সের রেটিং পয়েন্ট এখন ৮৭৫। ওয়ার্নার তার চেয়ে চার পয়েন্ট কম। ভারত অধিনায়ক কোহলি ৮৫২ পয়েন্ট এরপরই রয়েছেন।
Discussion about this post