আশরাফুল আগেভাগেই দোষ স্বীকার করেছেন। অনুতপ্ত হয়ে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তার সঙ্গে অভিযুক্ত ঢাকা গ্ল্যাডিয়েটরসের অন্য দুই ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ও মাহবুব আলম রবিন অভিযোগ অস্বীকার করেছেন। দু’জনরাই দাবি, তারা নির্দোষ। এ অভিযোগ ভিত্তিহীন। ইংল্যান্ডে মাইনর কাউন্টি ক্রিকেট খেলায় ব্যস্ত মোশাররফ রুবেলের দাবি, চিটাগং কিংসের বিপক্ষে তার পারফরম্যান্স ভালোই ছিল। আর সে কারণেই বড় গলার উচ্চারণ-‘আমি বল ও ব্যাট হাতে ভালোই খেলেছি। পারফরম্যান্স দেখিয়েছি। তিন ওভারে ১৭ রানে ২ উইকেট পাওয়ার পর ১৬ রানে অপরাজিত ছিলাম; তাও এমন সময় যখন দল ৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল। এমন পারফরম্যান্সের পরও আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যা অযৌক্তিক।’
ইংল্যান্ড থেকে টেলিফোনে মোশাররফ রুবেল জানান, ‘আকসুর তদন্ত দল আমাকে বলেছে কোন কোন ওভার বোলিং করব, সেটি নাকি আমি আগেই জানতাম। আমার প্রশ্ন হল, আমি তা কীভাবে জানব। অধিনায়ক বোলিং দিলেই না আমি বল করার সুযোগ পাব।’ জাতীয় দলের হয়ে তিন ওয়ানডে খেলা এ স্পিনার নিজেকে নির্দোষ প্রমাণের লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমি কয়েক দিনের মধ্যে দেশে ফিরে নির্দোষ প্রমাণের লড়াইয়ে নামব। আমার বর্তমান লক্ষ্য হচ্ছে, ম্যাচ পাতানোর কেলেঙ্কারি থেকে নিজেকে মুক্ত হওয়া।’
প্রায় একই কথা পেসার মাহবুবুল আলম রবিনের মুখেও। চার টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলা এ পেসারের কথা-‘জোর গলায় বলতে চাই, আমি কোনোভাবেই পাতানো খেলার সঙ্গে জড়িত নই। আমাকে ফাঁসানো হয়েছে।’
চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে সন্দেহজনক নো বল করায় অভিযুক্ত রবিন। কিন্তু নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি বলেন-‘চিটাগংয়ের বিপক্ষে আমার খেলারই কথা ছিল না। ওয়ার্মআপের পর জেনেছি আমি খেলছি। সেটি ছিল বিপিএলে আমার প্রথম ম্যাচ। প্রায় চার বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তাই সেদিন গ্যালারিভরা দর্শকের সামনে খেলতে গিয়ে নার্ভাস ছিলাম। এ কারণেই হয়তো নো বলটি হয়েছে। আমি আকসুর কাছে বারবার তা বলেছি।’
দ্বিতীয় অভিযোগ সম্পর্কে রবিনের ব্যাখ্যা-‘১২ ফেব্র“য়ারি বরিশালের বিপক্ষে ম্যাচেও নাকি আমি পাতানোর সঙ্গে জড়িত ছিলাম। সেই খেলায় ৯ নম্বরে নেমে আমি তিন বলে ৬ রান করেছি। এরপর বোলিং করিনি এক ওভারও। যে ম্যাচে আমার কোনো অবদান রাখারই সুযোগ ছিল না সেখানে আমি কীভাবে ম্যাচ পাতাব?’
হাল ছেড়ে না দিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তার কণ্ঠে-‘আমি দ্রুত একজন আইনজীবী নিয়োগ করব। আমি নির্দোষ, তা প্রমাণ করেই আবার ক্রিকেটে ফিরব।’
Discussion about this post