তিনিই যে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সেটা আরো একবার বুঝিয়ে দিলেন। উইকেট কিপিংয়ের চাপ সামলে ব্যাট হাতে আরো বেশি দাপট দেখা গেল। তবে এবার শতরানের দেখা পাননি। কিন্তু তার ব্যাটেই মূলত ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ।মাথা উঁচু করে লড়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বৃহস্পতিবার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুশফিককে সঙ্গ দিলেন শুধু মেহেদী হাসান মিরাজ। তাদের দ্বায়িত্বশীলতায় ১ম ইনিংসে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার ৪৯৪ রানের বড় সংগ্রহের জবাব দিতে নেমে তৃতীয় দিনে ৩১২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৮২ রানের লিড নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতে।
মুশফিক এদিন খোলসে বন্ধী থেকে সময় অনুযায়ী ব্যাট চালিয়েছনে। প্রথম ২২ রান করতে ৮৮ বল খেলেন তিনি। ১০৭ বলে করেন হাফসেঞ্চুরি। ১৬১ বলে ৮৫ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। মিরাজের ব্যাট থেকে আসে ৪১ রান। মুশির সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন তিনি।
এর আগে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুজনের ব্যাটেই হাফসেঞ্চুরি। কিন্তু অন্যরা শুধু উইকেটে আসা-যাওয়ার দায় সারলেন।লঙ্কার অফ স্পিনার পেরেরা ও বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ নেন ৩টি করে উইকেট।
শেষ বিকেলে বৃষ্টির জন্য শ্রীলঙ্কা আর দ্বিতীয় ইনিংস শুরু করতে পারেনি। এ কারণে শুক্রবার চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিটঅআগে শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১২৯.১ ওভারে ৪৯৪ (করুনারত্নে ৩০, থারাঙ্গা ৪, মেন্ডিস ১৯৪, চান্দিমাল ৫, গুনারত্নে ৮৫, ডিকভেলা ৭৫, পেরেরা ৫১, হেরাথ ১৪, লাকমল ৮, সান্দাকান ৫; মুস্তাফিজ ২/৬৮, তাসকিন ১/৭৭, শুভাশীষ ১/১০৩, সাকিব ১/১০০, সৌম্য ০/৯, মাহমুদউল্লাহ ০/১০)
বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭.২ ওভারে ৩১২ (তামিম ৫৭, সৌম্য ৭১, মুমিনুল ৭, মুশফিক ৮৫, সাকিব ২৩, মাহমুদউল্লাহ ৮, লিটন ৫, মিরাজ ৪১, তাসকিন ০, শুভাশীষ ০*, মুস্তাফিজ ৪; লাকমল ১/৪২, কুমারা ১/৭০, পেরেরা ৩/৫৩, হেরাথ ৩/৭২, সান্দাকান ১/৬৯)
Discussion about this post