বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতল বিসিবি উত্তরাঞ্চল। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার ট্রফি জিতল দলটি। বুধবার লিগের শেষ দিনে শেষ রাউন্ডের ম্যাচে ফতুল্লায় পূর্বাঞ্চলের বিপক্ষে ড্র করে তারা। আর মেতে উঠে ট্রফি জয়ের আনন্দে।
এ অবস্থায় বিসিএলে ৬ ম্যাচে ২২ পয়েন্ট উত্তরাঞ্চলের। ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে দক্ষিণাঞ্চল। এই টুর্নামেন্টের আগের চার পর্বে দুবার করে ট্রফি জিতেছিল দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩৭৪/১০
ও ২য় ইনিংস: ৭৯ ওভারে ২৯৫/৮ (আগের দিন ২৩৯/৬) (শান্ত ১২২*, আলাউদ্দিন ১৬, সানজামুল ১৫*, আবুল হাসান ১/২৫, সাইফুদ্দিন ৩/৬৬, আবু জায়েদ ২/৪৫, আফিফ ১/৪৭)।
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২১৬/১০
ও ২য় ইনিংস: (লক্ষ্য ৪৫৪) ৩৬ ওভারে ১২৮/৩ (ইরফান ২৫, আফিফ ১, তাসামুল ৪৪, রাহাতুল ২১, ইয়াসির ১৮*; শফিউল ২/৩৭, ফরহাদ রেজা ১/১২)।
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা: ফরহাদ হোসেন
রোল অব অনার
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
২০১২-১৩ | মধ্যাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৩-১৪ | দক্ষিণাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৪-১৫ | দক্ষিণাঞ্চল | পূর্বাঞ্চল |
২০১৫-১৬ | মধ্যাঞ্চল | পূর্বাঞ্চল |
২০১৬-১৭ | উত্তরাঞ্চল | দক্ষিণাঞ্চল |
Discussion about this post