কথায় আছে যুগের সঙ্গে তাল মেলাতে হয়। তবে সেটা অবশ্যই নিজের অস্তিত্ব ঠিক রেখে। সেই কাজটাই করছেন আন্তর্জাতিক ক্রিকেটের কর্তারা। ক্রিকেটে তারা নতুন কিছু নিয়ম যোগ করছেন। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এরইমধ্যে সেই নিয়মের কিছুটা এনেছেন মিডিয়ার আলোতে।
এক নজরে এমসিসির সেই নিয়মগুলোই চলুন দেখে নেই-
# ব্যাটসম্যানদের জন্য খারাপ খবর। ব্যাট বর্তমানের চেয়ে কিছুটা ছোট করা হবে। নতুন নিয়মে ব্যাটের প্রস্থ ১০৮ মিলিমিটারের (৪.২৫ ইঞ্চি) বেশি করা যাবে না। সর্বোচ্চ ৬৭ মিলিমিটার পুরু করা যাবে ব্যাট। কিনারা করতে হবে ৪০ মিলিমিটার।
# বোলার আর ফিল্ডারদের অতিরিক্ত আবেদন এবং আম্পায়ারর সিদ্ধান্তের বিরোধিতাকারীদের ব্যাপারে কঠোর থাকছে নিয়ম। প্রথমে সতর্ক করে দেওয়া হবে। তারপর সেই অপরাধ আবার করলে ৫ রান করে জরিমানা করা হবে।
# আম্পায়ারের সঙ্গে বাজে আচরন করলে সেই খেলোয়াড়কে সাময়িক সময়ের জন্য বা চূড়ান্তভাবে মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়ার।
# বল করার আগেই নন-স্টাইকার ব্যাটসম্যানরা অনেক সময় রান নিতে দৌড় শুরু করেন। তাদের জন্য দুঃসংবাদ! বর্তমানে বোলার বোলিং করার সময় নন-স্ট্রাইকার ব্যাটসম্যান উইকেট থেকে বেরিয়ে আসলে রানআউট করতে হলে বোলারকে আগে ক্রিজে ঢুকতে হয়। নতুন নিয়মে ক্রিজে না ঢুকেই সেই ব্যাটসম্যানকে রানআউট করতে পারবেন বোলার।
# ক্রিকেটে মোট আউট দশটি আউট রয়েছে। সেটি এখন কমে নয়ে চলে আসবে। বল ডেড হওয়ার আগে ব্যাটসম্যান হাত দিয়ে বল ধরলে ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে ‘হ্যান্ডল দ্য বল’ আউট হয়। সেটি এখন ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আওতায় নেয়া হবে। হ্যান্ডল দ্য বল আউটটি বাতিল হয়ে যাচ্ছে।
# ব্যাটসম্যান ক্রিজ পার হওয়ার পরও যদি তাঁর ব্যাট বা শরীর শূন্যে ভেসে থাকে তবে সে সময় উইকেট ভেঙে দিলেও নটআউট থাকবেন। একবার নিরাপদে ক্রিজে পৌঁছলেই তিনি নটআউট। যেটি এখন নেই।
# মাঠে শৃংখলার ব্যাপারেও হচ্ছে কঠোর আইন। প্রতিপক্ষ কোনো ক্রিকেটারের সঙ্গে ইচ্ছে করে ধাক্কা খেলে বা কারও দিকে ইচ্ছে করে বল ছুড়ে মারলে জরিমানা হবে ৫ রান।
Discussion about this post