একেই বলে সুযোগের লাগসই ব্যাবহার। কোন রান না করেই ফিরতে যাচ্ছিলেন তিনি সাজঘরে। কিন্তু শুভাশিষ রায়ের বলটা নো হওয়াতে বেঁচে যান। এরপর আর ভুল হল না। রীতিমতো বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন কুশল মেন্ডিস। ডাবল সেঞ্চুরির পথে আছেন এই শ্রীলঙ্কান। আর গল টেস্টের ১ম দিন শেষে ১ম ইনিংসে ৪ উইকেটে ৩২১ রান তুলেছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
দলের রান ১৫ উঠতেই উপুল থারাঙ্গাকে আউট করেন শুভাশিস রায়। তার পরের বলেই আউট মেন্ডিস! তার ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। দুভার্গ্য মুশফিকুর রহীমদের। টিভি রিপ্লেতে দেখা যায় বোলিংয়ের সময় পা দাগের ভিতরে চলে গেছে শুভাশিসের। নো বলে রক্ষা মেন্ডিসের।
সেই বেঁচে যাওয়া ইনিংসে শেষ পর্যন্ত দিন শেষে তিনি অপরাজিত ১৬৬ রানে। গুনারত্নেকে (৮৫) নিয়ে চতুর্থ উইকেটে করেন ১৯৬ রানের জুটি। আর তাতেই দাপট তাদের।
ম্যাচে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে আছেন মুশফিক। কিপিংয়ে লিটন দাস থাকায় বাদ সাব্বির রহমান। আবার তাইজুল ইসলামের জায়গায় শুভাশিষ। মুস্তাফিজের সঙ্গে প্রথমবারের মতো টেস্টে দেখা মিলল মেহেদী হাসান মিরাজের।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩২১/৪ (মেন্ডিস ১৬৬*, গুনারত্নে ৮৫, করুনারত্নে ৩০; তাসকিন ১/৪৮, মুস্তাফিজ ১/৫০, শুভাশিস ১/৫৮, মিরাজ ১/৬৬)।
Discussion about this post