ঘরোয়া ক্রিকেটকেই বলা হয় জাতীয় দলে উঠার সিড়ি। সেই কথা মেনে গত কয়েক মৌসুম ধরেই কথা বলছে তার ব্যাট। একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছেন তুষার ইমরান। কিন্তু ঘরোয়া লিগের সেই শতরানগুলো বিফলেই যাচ্ছে! নির্বাচকদের ডাক পাচ্ছেন না। বয়স হয়ে গেছে এই অজুহাতেই কীনা সুযোগ হচ্ছে না। তাইতো আশা ছেড়েই দিয়েছেন এই ব্যাটসম্যান। কিন্তু ব্যাট হাতে চমক ঠিকই ধরে রেখেছেন।
এইতো সোমবার ৩৩ বছর বয়সী তুষার গড়লেন আরেকটি রেকর্ড। ছুঁয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড। ২১৭ রানে আউট হন তিনি।
আগের দিনই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের প্রথম দিন দক্ষিণাঞ্চলের করেন সেঞ্চুরি। তারই পথ ধরে এক মৌসুমে পাঁচ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেন। ম্যাচের ২য়দিনে সোমবার সেই ইনিংসটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। বিস্ময়কর ফর্মে আছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সর্বশেষ তিন ম্যাচে তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি এটি।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেলেন তুষার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণিতে তিনটি ডাবল সেঞ্চুরি আছে শুধু মোসাদ্দেক হোসেন ও অলক কাপালির।
তার এমন ফর্ম নিয়ে কিছুদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও কথা বলেছেন। জানিয়েছেন তাদের ভাবনাতেও আছেন এই ব্যাটসম্যান।
তুষার ইমরান ২০১৪-১৫ মৌসুমেই তুষার করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তারপর ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা।
তুষার ইমরানের আগের দুটি ডাবল সেঞ্চুরি
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ (মিরপুরে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে) ২০৩ রান
২০ ফেব্রুয়ারি, ২০১৭ (বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে) ২২০ রান
Discussion about this post