পুনের পর ব্যাঙ্গালোর, সেই একই গল্প। নিজেদের চেনা ফাঁদেই পা পড়ছে ভারতের। স্পিন আক্রমণে প্রতিপক্ষকে তছনছ করে দেয়ার পরিকল্পনাটা বুমেরাং হয়ে ফিরে এসেছে। অস্ট্রেলিয়ার সামনে ফের ব্যর্থ ভারত। এবার নায়ক স্পিনার নাথান লায়ন। তার রেকর্ড ঘূর্ণিতে প্রথম দিনই ড্রাইভিং সিটে অস্ট্রেলিয়া।
৮ উইকেট নিলেন লায়ন। তার এই রেকর্ড নৈপুন্যে ১৮৯ রানে শেষ ভারতের ১ম ইনিংস। ৫০ রান খরচায় ৮ উইকেট শিকার এই স্পিনারের। এরপর টেস্টের ১ম দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৪০ রান তুলেছে অস্ট্রেলিয়া। চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নামে ভারত।
সবই হয়েছে লায়নের দুর্দান্ত বোলিংয়ে। ভারতের মাটিতে টেস্টের এক ইনিংসে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার লেন্স ক্লুজনারের।১৯৯৬ সালে কলকাতায় ৬৪ রানে নেন ৮ উইকেট।সেই রেকর্ড ভাঙ্গলেন এই অজি। ৮ উইকেট ৫০ রানে!
ভারতের হয়ে এদিন যা একটু লড়েছেন লোকেশ রাহুল। তার ব্যাটে ৯০ রান। বিরাট কোহলি ফিরেন মাত্র ১২ রানে। ব্যর্থ সব ব্যাটসম্যানই।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৭১.২ ওভারে ১৮৯/১০ (রাহুল ৯০, মুকুন্দ ০, পুজারা ১৭, কোহলি ১২, রাহানে ১৭, নায়ার ২৬, অশ্বিন ৭, সাহা ১, জাদেজা ৩, যাদব ০* ইশান্ত ০; লায়ন ৮/৫০, স্টার্ক ১/৩৯, ও’কিফ ১/৪০, হেইজেলউড ০/৪২ ও মার্শ ০/২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৬ ওভারে ৪০/০ (ওয়ার্নার ২৩* ও রেনশ ১৫*; ইশান্ত ০/৮, যাদব ০/১৬, অশ্বিন ০/১১ ও জাদেজা ০/৫)
Discussion about this post