তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। সেই কিংবদন্তি আমিনুল ইসলাম বুলবুলের ছেলেও ক্রিকেটে আসবে সেটাই তো স্বাভাবিক। তবে সবসময়ই তারকাদের সন্তান বাবার পথে পা রেখে সফল হয়েছেন তেমন নয়। অনেকে তো আবার খেলাতেই নেই আগ্রহ! কিন্তু সাবেক টাইগার অধিনায়কের সন্তান বাবার মতোই প্রতিভাবান। তার ছেলে মাহাদি ইসলাম অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অনুর্ধ্ব-১৩ ক্রিকেট দলের অধিনায়ক। দিন কয়েক আগেই এই দ্বায়িত্ব মিলেছে।
অামিনুল ইসলাম বুলবুল এখন অাইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত অাছেন। থাকেন অস্ট্রেলিয়াতে। সেখানেই তার ছেলে মাহাদি ইসলামের বেড়ে উঠা। বাবার কাছ থেকে টিপস নিয়ে এগিয়ে যাচ্ছে ও। ভিক্টোরিয়া রাজ্যের অনুর্ধ্ব-১৩ দলের হয়ে মাতাচ্ছেন মাঠ।
ছেলের এমন নতুন দ্বায়িত্বে আসার খবরটি জানালেন খোদ বুলবুল। ফেসবুকে দিলেন এক স্ট্যাটাস। যেখানে এমসিজির সামনে ডেনিস লিলির স্ট্র্যাচুর পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে। স্ট্যাটাসে বুলবুল লিখেছেন, জুলাইতে কুইন্সল্যান্ডে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার জুনিয়র ইনডোর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়ার সব রাজ্য দল ওই টুর্নামেন্টে অংশ নেবে। সেখানে অন্যতম শক্তিশালী দল ভিক্টোরিয়ার অনুর্ধ্ব-১৩ দলের অধিনায়ক অামার ছোট ছেলে মাহাদিকে।
এমনটাই তো হওয়ার কথা। বাবার পথে ছেলে। তবে লাল-সবুজ জার্সিতেই আমিনুলের ছেলেকে দেখতে চাইবেন টাইগার ভক্তরা।
Discussion about this post