গতবছরটা পুরো অপেক্ষায় কেটেছে। কখন আসবে টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেটে খেলার সুযোগ? বছরের শেষ দিকে এসে সেই যে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা পিছু নিয়েছে সেটা আর ছাড়ছে না! সামনে ব্যস্ত সূচি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফর শেষে ছিল ভারত সফর। সোমবার আরেক মিশনে উড়াল দিল টাইগাররা।
দুপুর ২টার পর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দুবাই থেকে তাদের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবাল। এখন পাকিস্তান সুপার লিগে খেলা নিয়ে ব্যস্ত আছেন তিনি। তবে দেশে ফিরে দলের সঙ্গে গেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে ছুটি কাটিয়ে মিরপুরে তিন দিন টানা অনুশীলন করেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে টেস্ট অধিনায়ক মুশফিক স্বপ্ন দেখিয়েছেন। কারণটাও সংগত, এবার অন্যবারের চেয়ে পূর্ণ বোলিং শক্তি নিয়ে মাঠে নামবে দল।
দেশ ছাড়ার আগে রোববার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সফর নিয়ে নিজেদের লক্ষ্যের কথা বলেছেন মুশফিক। তার দল এবার অন্যবারের চেয়ে পূর্ণ বোলিং শক্তি রয়েছে। যা এই সফরে কাজে দেবে।
দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে এবারের শ্রীলঙ্কা সফরের শুরু হবে টাইগারদের। ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে সেই লড়াই। তারপর ৭ মার্চ গলে শুরু দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি ১৫ মার্চ শুরু হবে কলম্বোর পি সারা ওভালে। যা কীনা টেস্ট অঙ্গনে শততম ম্যাচ লাল-সবুজের।
শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৫ মার্চ ডাম্বুলায়। ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
৪ ও ৬ এপ্রিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি টি-টুয়েন্টি ম্যাচে লঙ্কানদের সঙ্গে লড়বে বাংলাদেশ।
Discussion about this post