আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও যেন ম্যাজিক কিছুতেই কমে নি তার। ব্যাট হাতে সেই টর্নেডোতে তছনছ করছেন প্রতিপক্ষকে। শনিবার রাতেও তারই এক ঝলক দেখা গেল আর তাতেই শেষ মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সাকিব আল হাসান-তামিম ইকবালের পেশাওয়ার জালমি জিতল ২ উইকেটে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে কোয়েটা। শেষ বলে অলআউট হওয়ার আগে তারা করে মাত্র ১২৮ রান। ব্যাট হাতে ফ্লপ মাহমুদউল্লাহ। শুন্য রানে ফিরে যান কোয়েটার এই টাইগার ব্যাটসম্যান। তবে লড়েছেন কেভিন পিটারসেন। করেন ৪৩ বলে ৪১। আবার রাইলি রুশোর ব্যাটে ৩৪ বলে ৩৮।
বল হাতে সাকিব মোটামুটি সফল। তিনি নেন ২৫ রানে ১ উইকেট। মোহাম্মদ আসগরের ৩৩ রানে শিকার ৩ উইকেট। হাসান আলির ২ উইকেট।
এরপর জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় পেশাওয়ার।
১৩ বলে ৭ রান করা তামিমকে ফেরান মাহমুদউল্লাহ। ১ বলে ১ রান করে সাজঘরমুখী হন সাকিব। মানে দুই টাইগারই ব্যাট হাতে ব্যর্থ!
তবে মাহমুদউল্লাহ বল হাতে দারুণ সফল। টানা দুই বলে শোয়েব মাকসুদ ও ড্যারেন স্যামিকে ফিরিয়ে ম্যাচটা জমিয়ে তুলেন তিনি। হ্যাটট্রিক হয়েও যেতে পারতো তার। আফ্রিদির ক্যাচ একটুর জন্য জমাতে পারেনি কোয়াটার এক ফিল্ডার!
তবে আফ্রিদি ম্যাজিকে শেষ মাহমুদউল্লাহদের জয়ের স্বপ্ন। ৩টি করে চার-ছক্কা তার ইনিংসে। ২৩ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস। আর তাতেই দারুণ জয়। জয়ের নায়ক তো তিনিই। মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে নেন তিন উইকেট।
Discussion about this post