কে জানতো নিজেদের পাতা ফাঁদ এমন বুমেরাং হয়ে ফিরে আসবে? দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে স্পিন ট্র্যাক তৈরি করেছিল ভারত। কিন্তু তাতে লাভ হলো না! বরং সেই ফাঁদেই কুপোকাত বিরাট কোহলির দল। অজি স্পিনাররারাই শাসন করলেন পুনের উইকেটে। তারই পথ ধরে দুই ইনিংস মিলিয়ে তারা নিয়েছেন ১৭ উইকেট। আর তাতেই শনিবার পুনে টেস্টের তৃতীয় দিনেই কুপোকাত ভারত। বিস্ময়কর হলেও সত্য ১ম ইনিংসে ১০৫ রানের পর ২য় ইনিংসে ভারত অলআউট ১০৭ রানে!
এমন ব্যর্থতার পথ ধরেই ৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৩৩৩ রানে বিরাট লজ্জার হার ভারতের। টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল তাদের।
অস্ট্রেলিয়ার এমন জয়ের নায়ক স্পিনার স্টিভ ও’কিফি। দুই ইনিংসেই তিনি নিয়েছেন ৬টি করে উইকেট। ৭০ রান দিয়ে১২ উইকেট! ইতিহাস জানাচ্ছে- ভারতের মাটিতে বিদেশি কোন স্পিনারের এটিই সেরা বোলিং ফিগার। ৭০ রানে ১২ উইকেট নিয়ে এগিয়ে থাকলেন তিনি। এর আগে ২০০৮ সালে নাগপুরে ৩৫৮ রান দিয়ে ১২ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ারই আরেক অফ স্পিনার জেসন ক্রেজা।
শনিবার আরেক অজি স্পিনার নাথান লায়ন ভারতের ইনিংসের বাকি ৪ উইকেট তুলে নিয়েছেন। ২০১২ সালের পর এবারই প্রথম দেশের মাটিতে কোন টেস্ট ম্যাচ হারলো ভারত। দুই ইনিংস মিলিয়ে তাদের রান ২১২! দেশের মাটিতে যা সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড।
শনিবার ২য় ইনিংসে ভারতের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন চেতেশ্বর পূজারা। এর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে অলআউট হয়। ভারতের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল।
বেঙালুরুতে ৪ মার্চ এই ধাক্কা সামলে উঠতে চাইবে ভারত। এদিনই শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৬০/১০
ভারত ১ম ইনিংস: ১০৫/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৮৭ ওভারে ২৮৫ (আগের দিন ১৪৩/৪) (স্মিথ ১০৯, মার্শ ৩১, ওয়েড ২০, স্টার্ক ৩০, ও’কিফ ৬, লায়ন ১৩, হেইজেলউড ২*; অশ্বিন ৪/১১৯, জাদেজা ৩/৬৫, উমেশ ২/৩৯, জয়ন্ত ১/৪৩, ইশান্ত ০/৬)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪১) ৩৩.৫ ওভারে ১০৭ (বিজয় ২, রাহুল ১০, পুজারা ৩১, কোহলি ১৩, রাহানে ১৮, অশ্বিন ৮, ঋদ্ধিমান ৫, জাদেজা ৩, জয়ন্ত ৫, ইশান্ত ০, উমেশ ০*; লায়ন ৪/৫৩, ও’কিফ ৬/৩৫)।
ফল: অস্ট্রেলিয়া ৩৩৩ রানে জয়ী
সিরিজ: চার ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে
ম্যাচসেরা: স্টিভেন ও’কিফ
Discussion about this post