আইসিসি নারী বিশ্বকাপের মূল পর্বে উঠার পথটা কঠিন হয়ে গেল ভারতের। ভারতের কাছে হেরে রীতিমতো শঙ্কায় রুমানা আহমেদের দল। সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকপের মূল পর্বের স্বপ্ন দেখতে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু ভারতের কাছে হেরে সেই স্বপ্ন যেন ভাঙ্গতে যাচ্ছে। শুক্রবার প্রতিবেশি দেশটির নারীদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারেন রুমানা আহমেদরা।
কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ফারজানা হক (৫০) ও শারমিন আক্তারের (৩৫) ব্যাটে ৫০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে রান গতি খুবই স্লো ছিল টাইগ্রেসদের। জবাব দিতে গিয়ে ৩৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। তবে তৃতীয় উইকেটে লড়াই করেন শারমিন আক্তার ও ফারজানা হক। গড়েন ৬৪ রানের জুটি। কিন্তু তারা খুবই ধীর গতিতে রান তুলেছেন।তাইতো নির্ধারিত ৫০ ওভারে আসে মাত্র ১৫৫।
৫ রান করতে গিয়ে শারমিন আক্তার খেলেন ৮২ বল। সর্বোচ্চ ৫০ রান করা ফারজানা খেলেন ১০৭ বল। নিগার সুলতানা (২৫ বলে ১৮), সালমা খাতুন (১৫ বলে ১৪) রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি! ভারতের হয়ে মানসি যোষি ১০ ওভারে ২৫ রানে নেন ৩টি উইকেট। এছাড়া দিভিকা নেন ২টি উইকেট।
জবাব দিতে নেমে অবশ্য টাইগ্রেস বোলারদের পাত্তা না দিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।৯২ বলে ১২টি চারে ৭৮ রানে অপরাজিত ছিলেন মোনা। অধিনায়ক মিতালির ৮৭ বলে খেলা ৭৩।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের মেয়েদের। সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে জিততেই হবে রুমানা দলকে।
Discussion about this post