টেস্ট অভিষেকের পর কেটে গেছে ১৬ বছর। কিন্তু অন্য সব দেশগুলোর বিপক্ষে টেস্ট খেললেও ডাক আসছিল না ভারত থেকে। প্রতিবেশী দেশে সফরের সুযোগই মিলছিল না। অবশেষে সেই দেয়াল ভাঙ্গছে।৯ ফেব্রুয়ারি রিবাট কোহলিদের সঙ্গে সেই বহুল কাংখিত টেস্ট। কিন্তু তার আগে শঙ্কা সেখানে সেরা দল পাবে তো বাংলাদেশ?
নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন মুমিনুল হক, মুশফিকুর রহীম আর ইমরুল কায়েস। প্রশ্ন উঠেছে তারা কি সেরে উঠবেন এই অল্প সময়ে? বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর আশা, আগামী মাসে ভারতের বিপক্ষে বহুল আলোচিত টেস্টের আগেই ফীট হয়ে উঠবেন মুশফিক-মুমিনুলরা।
দেশে ফিরেই বিসিবির চিকিৎসকের অধীনে পুনর্বাসনপ্রক্রিয়া শুরুও করে দিয়েছেন তারা।
শুক্রবার টেস্ট অধিনায়কের ইনজুরি নিয়ে দেবাশিষ বলেন, ‘আঙুলে চোটের পর অস্ট্রেলিয়াতে এক্স-রে ও সিটি স্ক্যান করা হয়েছে মুশফিকের। কোনো চিড় বা ফাটল পাওয়া যায়নি। যেহেতু আঙুলের চোট, ওখানে ব্যথা থাকবে। ওখানে বারবার বলের আঘাত লাগতে পারে বলে শুকাতেও সময় লাগবে।তবে টেস্টের আগেই ফিট হয়ে উঠবে।’
ঊরুতে চোট পাওয়া ইমরুলকে নিয়ে জানান, ‘ওর ব্যথাটা প্রায় কমে এসেছে। চোটের পর দু সপ্তাহ পেরোয়নি। আমরা ওকে এখনো বিশ্রাম ও কিছু ব্যায়াম দিয়েছি। ৩১ জানুয়ারি ওর ব্যাপারে সুখবর আসতে পারে।’
অঅর মুমিনুলকে নিয়ে বিসিবি চিকিৎসক জানালেন, ‘ও দেশে ফিরে আসার পর আবার স্ক্যান করেছি। গুরুতর কিছু নেই। যেহেতু পাঁজরের ব্যথা, সেরে উঠতে একটু সময় লাগে। কিছু ব্রিদিং ব্যায়াম ও ফিজিও থেরাপি দেওয়া হচ্ছে তাকে।’
পেসার মুস্তাফিজুর রহমান অবশ্য ইনজুরি আক্রান্তদের তালীকায় নেই। তার মানসিক অবস্থা চাঙ্গা করতে কাজ করা হচ্ছে। তবে ভারতের বিপক্ষে টেস্টে কাটার মাস্টার থাকবেন কীনা সেটা এখনো নিশ্চিত নয়।
Discussion about this post