দুঃস্বপ্নের মতো এক সফর শেষ হল। যেখানে কোন জয়ই নেই! হারের পর হার। তিনটি ওয়ানডে, তিন ম্যাচ টি-টুয়েন্টি আর দুটি টেস্ট, সবগুলোতেই একই অবস্থা। হোয়াইটওয়াশের যন্ত্রণায় নীল হয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ সফর শেষে বুধবার ঢাকায় আসবে বাংলাদেশ ক্রিকেট দল। রাত সাড়ে দশটার ঢাকায় পা রাখার কথা সাকিব-তামিম-মুস্তাফিজদের।
অস্ট্রেলিয়ার সিডনিতে দিন দশেকের কন্ডিশনিং ক্যাম্প শেষ বাংলাদেশ দল পা রাখে নিউজিল্যান্ডে। কিন্তু সফরটা কিছুতেই স্মরণীয় হয়নি। একের পর হার। ব্যাক্তিগত কিছু সাফল্য এসেছে ঠিক কিন্তু টিম বাংলাদেশ তাসমানিয়ান সাগরের পাড়ের দেশে এই সফরটা ভুলেই যেতে চাইবে।
তেমন একটি সফর শেষে বুধবার স্থানীয় সময় সকাল নয়টায় নিউজিল্যান্ড ছাড়বেন তামিমরা। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে তারা আসবেন ঢাকায়। ফ্লাইট সূচি না বদলালে এদিনই বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন টাইগার ক্রিকেটাররা।
কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য দলের সঙ্গে ঢাকা আসছেন না। তিনি ক্রাইস্টচার্চ থেকে বুধবার সকালে তার সিডনি যাবেন। সেখানেই তার বাড়ি। এর আগে দলের সঙ্গে সিডনি থেকেই যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে ছুটি কাটিয়ে ৩১ জানুয়ারি ঢাকায় ফিরবেন হাথুরু।
তারপরই নতুন মিশন। ৯ ফ্রেব্রুয়ারি বিরাট কোহলিদের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। তারও আগে ভারতে একটি প্রস্তুতি ম্যাচও থাকছে। হাথুরু আসার আগেই অবশ্য প্রস্তুতি শুরু হয়ে যাবে ক্রিকেটারদের।
Discussion about this post