আগের রাত থেকেই ছিল অঝোর ধারার বৃষ্টি! সকালেও যেন ক্রাইস্টচার্চের আকাশের কান্না থামে না। অবশ্য স্থানীয় আবহাওয়া অফিস জানিয়ে রেখেছিল রোববার থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাদের কথাই সত্য হয়ে ধরা দিল। এদিন জয় হল বৃষ্টির। মধ্যাহ্ন বিরতির শেষেও বৃষ্টি না থামায় বল মাঠে গড়ানোর সম্ভাবনারও ইতি ঘটে। স্থানীয় সময় বিকেল ৪টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
একটা দিন বৃষ্টি কেড়ে নিলেও টেস্ট তার উত্তেজনা হারিয়ে ফেলেনি। কেননা, প্রথম দু’দিন দু’দলই সমান তালে লড়েছে। ১ম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে বিপাকেই আছে স্বাগতিকরা। ৭ উইকেটে ২৬০ রান তুলছে কিউইরা। টাইগারদের ১ম ইনিংস থেকে এখনো ২৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
হ্যাগলি ওভালে সোমবার ব্যাট করতে নামবেন হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রানে। বাংলাদেশের হয়ে ম্যাচে সাকিব আল হাসান নিয়েছেন ৩ উইকেট। কামরুল ইসলাম রাব্বির শিকার দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪.৩ ওভারে ২৮৯/১০ (তামিম ৫, সৌম্য ৮৬, মাহমুদউল্লাহ ১৯, সাকিব ৫৯, সাব্বির ৭, শান্ত ১৮, নুরুল ৪৭, মিরাজ ১০, তাসকিন ৮, কামরুল ২, রুবেল ১৬*; বোল্ট ৪/৮৭, সাউদি ৫/৯৪, গ্র্যান্ডহোম ০/৫৮, ওয়েগনার ১/৪৪)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭১ ওভারে ২৬০/৭ (রাভাল ১৬, লাথাম ৬৮, উইলিয়ামসন ২, টেলর ৭৭, নিকোলস ৫৬*, স্যান্টনার ২৯, ওয়াটলিং ১, ডি গ্র্যান্ডহোম ০, সাউদি ৪*; তাসকিন ১/৬৪, মিরাজ ১/৫১, রুবেল ০/৫৪, কামরুল ২/৪৮, সাকিব ৩/৩২, সৌম্য ০/১০)
Discussion about this post