দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর দুর্দান্তভাবে সিরিজে ফিরে এসেছিল দল। মনে হচ্ছিল জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজটাও জমিয়ে তুলবে। কিন্তু বুধবার ফের হারের ফাঁদে বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ওয়ানডেতে ৯৪ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
পাঁচ ম্যাচের সিরিজে ১-৩ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে। সেই ম্যাচ জিতে সিরিজ শেষ করতে চান রুমানা আহমেদরা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। ৭ উইকেটে ২৫১ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান তুলেন মিগনন দু প্রিজ। বাংলাদেশের সেরা বোলার খাদিজা তুল কুবরা ৪৮ রানে নেন ৩ উইকেট। রুমানা আহমেদ দু’টি ও একটি উইকেট নেন পেসার জাহানারা আলম।
সেই রান টপকাতে গিয়ে ব্যর্থ টাইগ্রেসরা। শেষ পর্যন্ত অলআউট হয়ে বাংলাদেশ তুলে ১৫৭ রান। দল শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৯ রানে। তবে ব্যাট হাতে সফল ফারজানা হক। দলের সর্বোচ্চ ৬৭ রান করতে গিয়ে অবশ্য বেশ ধৈর্যের পরিচয় দেন তিনি। খেলেন ১৪৪ বল। অভিজ্ঞ সালমা খাতুন ৬৪ বলে করেন ৩০ রান। নিগার সুলতানা ৭ রান করেন।
Discussion about this post