সিরিজে ফিরতে জয়ের বিকল্প ছিল না। তেমন লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়েই খেলে গেছে বাংলাদেশ। কিন্তু প্রত্যাশার সঙ্গে শেষ পর্যন্ত দেখা হল না প্রাপ্তির। একটুর জন্য জমা হল রাজ্যের আক্ষেপ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠীক পথেই হাটছিল বাংলাদেশ নারী দল। কিন্তু শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে সব শেষ! ১৭ রানের হার নিয়েই মাঠ ছাড়ে রুমানা আহমেদের দল। এই হারে ৫ ম্যাচ সিরিজে ০-২ ব্যবধানে পিছনে পড়ল বাংলাদেশ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে আফ্রিকার মেয়েরা। তারা ৪৯ ওভারে অলআউট হয়ে করে ২২৩ রান। খাদিজাতুল কোবরা ১০ ওভারে ৫৬ রান দিয়ে নেন ৪ উইকেট।
জবাব দিতে নেমেবেশ লড়েছেন শারমিন এবং আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান রুমানা। কিন্তু অন্যরা ব্যর্থ। তাইতো শারমিনের ৭৪ ও নিগারের ৬৮ রান কাজে আসল না! অঅরেকটি হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এর আগে প্রথম ম্যাচে টাইগ্রেসরা হেরেছিল ৮৬ রানে। সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ হারলে সিরিজটাই ফস্কে যাবে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ২২৩/ ১০( লি ৭০, স্টেইন ৬৬, ডি ভ্যান নিকার্ক ২৭; খাদিজা ৪/৫৬, লতা ১/২৯, নাহিদা ১/১৭)
বাংলাদেশ: ৫০ ওভারে ২০৬/১০( সানজিদা ৪, শারমিন ৭৪, রুমানা ৬৮, নিগার ১৪; ক্যাপ ২/৪১, লুস ২/৩১, নিকার্ক ১/৩২)
ফল: দক্ষিণ আফ্রিকা ১৭ রানে জয়ী
ম্যাচসেরা: লিজেল লি
সিরিজ: ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ তে এগিয়ে
Discussion about this post